ইএমআর এইচআর বাস্তবায়নের দাবি

৯ জুন, ২০২৩ ২০:৫৪  

পরিবেশ, কৃষি ও স্বাস্থ্যে প্রযুক্তির টেকসই ব্যবহারের আহ্বান

জলবায়ু পরিবর্তনের এই সময়ে স্যাটেলাইট ইমেজ গবেষণা এবং সয়েল টেস্ট করে করে মাটির গুণাগুণ পরীক্ষা করে উৎপাদন প্রবৃদ্ধি করা সম্ভব। একইভাবে ডিজিটাল হেলথ রেকর্ড কার্ড চালু করে ডেটা ডেটা বিশ্লেষণের মাধ্যমে রোগ সম্পর্কে আগেই ব্যবস্থা নিতে হবে স্মার্ট স্বাস্থ্য নিশ্চিত করতে। ডব্লিউপিটি ও ইটিপি‘র পাশাপাশি  বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি উৎপাদনে মনোযোগি হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।

আইওএম বাংলাদেশের ডেভলপমেন্ট প্রফেশনাল অ্যান্ড সিসিও শরিফুল ইসলামের সঞ্চালনায় রিভ্যুলেশনাইজিং এনভায়রনমেন্টাল এগ্রিকালচারাল অ্যান্ড হেলথ কেয়ার সেমিনারে এমন পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

জেসিআই স্মার্ট বাংলাদেশ মেলার প্রথম দিনের এই সেমিনারে আলোচক ছিলেন হুয়াওয়ে দক্ষিণ এশয়ার অ্যাডভাইজরি  প্রোডাক্ট ম্যানেজার আরাফাত আমিন, অগমেটিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, আইফর্মার কো-ফাউন্ডার অ্যান্ড সিওও জামিল এম আকবর, প্রাভা হেলথ এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার মুহাম্মদ আব্দুল মতিন ইমন, টেকনো ড্রাগস লিমিটেডের নির্বাহী পরিচালক আরেফিন রাফি আহমেদ, লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল আশরাফ কুশল।

বক্তারা প্রযুক্তিকে ব্যাবহার করে সবার সঙ্গে দ্রুত যোগাযোগ ও সচেতনতা গড়ে তোলার সঙ্গে সঙ্গে পরিবর্তিত সময়ের উপযোগী নীতিমালা প্রণয়নে আহ্বান জানান। তথ্যের অভাবে কৃষি ও স্বাস্থ্য খাতে উদ্ভাবনী সল্যুশন পেতে বেগ পেতে হয় বলে জানানা তারা। দাবি করেন দ্রুত সম্ভব দেশে ইএমআর এইচআর বাস্তবায়নের।